ইমার্জিং টিম এশিয়া কাপের শিরোপা জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ইমার্জিং টিম এশিয়া কাপের শিরোপা জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। ফাইনালে পাকিস্তানের দেয়া ৩০২ রানের টার্গেটে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান।
দলীয় ৪১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত ১৫ রানে সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম সাজঘরে ফেরেন ১০ রানে। তার আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তান শিবিরে শুরুতেই আঘাত হানে পেসার সুমন খান। তার দাপুটে বোলিংয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের দুই ওপেনার উমায়র ইউসুফ ও হায়দার আলী। তবে পরের দুই ব্যাটসম্যান রোহাইল নাজির ও ইমরান রফিকের ব্যাটে ঘুরে দাড়ায় পাকিস্তান। সেঞ্চুরি পান রোহাইল নাজির। তার ১১৩ রানের কল্যাণে ৬ উইকেটে ৩০১ রানে চ্যালেঞ্জিং পূজিঁ পায় সফরকারীরা। তিন উইকেট নিয়েছেন সুমন খান।


















