ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬০৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
গেল রাতে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ। প্রতিবেদনে লুপ লাইনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ জানান, ৫ টি সুপারিশ সম্বলিত ২৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত শেষে ৫ কর্মদিবসের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত ১৪ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছার আগে এর ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয় এবং ৪টি বগিতে আগুন ধরে যায়।


















