দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬০৬ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এমন অভিযোগে অভিযুক্ত হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সব অভিযোগ অস্বীকার করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি চক্র তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।