সালনা থেকে অস্ত্রসহ অপহরণ চক্রের ছয় সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ২০৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরের সালনা থেকে অস্ত্রসহ অপহরণ চক্রের ছয় সদস্যকে আটক করেছে রেব।
গেল রাতে গাজিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। রেব-১ এর লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, এই চক্রটি গাজীপুরে দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাসহ তাদের ডেকে এনে জিম্মি করে মুক্তিপণ বাবদ মোটা অংকের টাকা আদায় করে আসছিল। দীর্ঘদিন নজরদারির মাধ্যমে চক্রটিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে- একজন ভিকটিমসহ একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং নগদ দশ হাজার নয়শ টাকা।