লাভজনক হওয়ায় নোয়াখালীতে বেড়েছে কুলচাষ
- আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গত কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় নোয়াখালীতে বেড়েছে কুলচাষ। গত বছর জেলায় ৯৪ হেক্টর জমিতে কুলের আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ হেক্টরে। কুল চাষের এই সম্প্রসারণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় উপজেলা হাতিয়াতেও। স্বল্প খরচে লাভজনক হওয়ায় কুল চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশার মানুষ।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় দিন দিন বাড়ছে কুল চাষ। বিভিন্ন জাতের কুলের পাশাপাশি একইসাথে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। অল্প বিনিয়োগে অধিক লাভ, তাই কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।
এ এলাকার মাটিতে উৎপাদিত বলসুন্দরী,ভারতসুন্দরী ও কাস্মীরি জাতের কুলের চারা রোপণের মাত্র এক বছরের মধ্যে ফল ধরে। তাই, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ সম্ভব।
কুলচাষের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসাবে লালশাক, মূলা,বরবটিসহ বিভিন্ন প্রকার সবজি চাষ হচ্ছে। এতে চাষিদের আয় বেড়েছে অনেক।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে হাতিয়া উপজেলায় এবার ২৮ হেক্টর জমিতে কুলচাষে সহায়তা দিচ্ছেন তারা।
উন্নতজাত ও মানসম্মত চারা নিশ্চিত করা গেলে আগামী দিনে এই এলাকায় কুলচাষ আরো বৃদ্ধি পাবে এমনটি আশা করছেন স্থানীয় কৃষকরা।




















