বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জমকল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা।
মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটর কমার্শিয়াল কাউন্সিলের সৈয়দা নাহিদা হাবিবা, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মুমিন,বিশিষ্ট ব্যবসায়ী ও চ্যানেলের সিনিয়র রিপোর্টার এম ওয়াই আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টার হাফিজ আহমেদ খান,ইনভেস্টর সবুজ আহমেদ, ইনভেস্টর সোহরাব হোসেন সহ আরও অনেকে। প্রবাসীদেরকে নিয়ে কাজ করা বাংলাদেশ কমিউনিটি মদিনা এটি একটি অরাজনৈতিক সংগঠন দেশে-বিদেশে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, আগামীতেও প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করবে সংগঠনটি,পরে বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর ফারুক মাহবুব কে সভাপতি ও সাংবাদিক আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক ও আশরাফুল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে।




















