জনগণের ভোটারধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : ফখরুল
- আপডেট সময় : ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আজ বিপন্ন, জনগণের ভোটারধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় বিএনপির মহাসচিব আরো বলেন, যত সংকট দেখানো হচ্ছে- সব তৈরি করা, দেশের মানুষ এতকিছু বুঝে না, তারা ভোট দিয়ে শান্তিতে থাকতে চায়। মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের নয়, জনগণের দুঃখ-কষ্ট তারা বোঝে না।’ নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সহমনা রাজনৈতিক দলগুলো। তবে এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ এসব বোঝে না। এগুলো বোঝে শিক্ষিত মানুষ। সব ধরনের সংস্কারে রাজি আছি, তবে যা মেনে নেব না— তা সংসদে গিয়ে পাস হবে।’

















