এখনো শঙ্কা কাটেনি রাকসু নির্বাচনের

- আপডেট সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার সমাধান না হওয়ায়, এখনো শঙ্কা কাটেনি রাকসু নির্বাচনের। নির্বাচনে আর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যথাসময়ে নির্বাচনের দাবি প্রার্থীদের। তবে রাকসু নির্বাচন যেন কোনোভাবেই ডাকসু নির্বাচনের মত প্রশ্নবিদ্ধ না হয়, এমনই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। তবে, শুরু থেকেই নির্বাচন কমিশনও স্পষ্ট করেছেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তাদের অবস্থান।
প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। তবে, এই নির্বাচন নিয়ে শঙ্কা যেন কাটছেই না। নানা দাবি ও আন্দোলনের কারণে এ পর্যন্ত ছয়বার পরিবর্তিত হয়েছে নির্বাচনের তফসিল। পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার ইস্যুতে তৃতীয়বারের মত পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য্য হয় নির্বাচনের তারিখ। তবে, ডাকসু নির্বাচনের ব্যালট কেলেঙ্কারির বিষয়টা, রাকসু নির্বাচন নিয়ে শংকা ছড়াচ্ছে।
এদিকে যথাসময়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচনের প্রত্যাশা করছেন প্রার্থীরা। তবে, বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাদের অনেকে।
নির্বাচন কোন ভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই, নির্দিষ্ট সংখ্যক ব্যালট বক্স ও ব্যালট পেপার তৈরী করা হয়েছে। জানিয়েছেন নির্বাচন কমিশন।
নির্বাচনের বাকী আর মাত্র ১০দিন। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যাশা সকলের।