কুমিল্লা মেডিকেলে ১০০ টাকার ইনজেকশন কেনা হলো ১২শ’ ৯৯ টাকা দরে

- আপডেট সময় : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পেনটোথাল সোডিয়াম এক গ্রাম একটি ভায়েলের এমআরপি ১০১ টাকা। কিন্তু এই ইনজেকশন প্রতি ভায়েল কেনা হয়েছে ১২৯৯ টাকা দরে। মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের জন্য এমন চার হাজার ভায়েল ইনজেকশন কিনতে ব্যয় দেখানো হয়েছে ৫১ লাখ ৯৬ হাজার টাকা। যা, শুধুমাত্র চার লাখ চার হাজার টাকায় কেনা যায়।
কেনাকাটায় এমন নজির বিহীন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মো. মাসুদ পারভেজ এর বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে, কুমিল্লা মহানগর ড্যাব- এর দুই নেতার বিরুদ্ধেও। হাসপাতালে টেন্ডার বাণিজ্য ও কেনাকাটায় অর্থ লোপাট এর অভিযোগে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, তার বিশেষ সহকারি ও অভিযুক্ত চিকিৎসক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
এদিকে, শুধু সাধারণ মানুষ নয় টেন্ডার বাণিজ্যে ও কমিশন ভাগাভাগির প্রতিবাদে সমাবেশ করেছে কুমিল্লা মেডিকেল শাখা, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সমাবেশে মুখোমুখি দুই চিকিৎক নেতা একে-অপরের প্রতি দোষ চাপিয়েছেন, তারা অভিযুক্ত করেছেন মেডিকেল কলেজের পরিচালককেও।
অভিযোগের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এটি মুদ্রণজনিত ভুল। আর, সহকারী পরিচালক জানালেন, ভুল হয়ে যাওয়া ঔষধের দাম দিয়ে নতুন ঔষধ কেনা হয়েছে, এর হিসাব দেখানো হবে তদন্ত কমিটিকে।
তবে, সচেতন নাগরিকরা মনে করেন…দায়িত্বশীল জায়গায় থেকে প্রায় অর্ধ কোটি টাকার হিসেবের গরমিলকে.. মুদ্রণজনিত ভুল বলে চালিয়ে দেয়া যায়-না।
এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখা ড্যাব-এর কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।