নওগাঁয় মিশ্র ফল বাগানে লাভবান চাষি, কমছে আমদানিনির্ভরতা

- আপডেট সময় : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
নওগাঁ জেলায় সম্ভাবনার দূয়ার খুলেছে মিশ্র ফল বাগান। চাষিদের অনেকেই এখন দেশী ফলের পাশাপাশি বিদেশি ফলের বাগান গড়ে তুলছেন। এতে একদিকে চাষিরা অধিক লাভবান হচ্ছেন, অন্যদিকে ফলের আমদানী নির্ভরতা কমছে অনেকটাই।
আম উৎপাদনে নওগাঁর চাষিরা সফলতা পেয়েছে অনেক আগেই। জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে এবার জনপ্রিয় হয়ে উঠেছে মিশ্র ও সাথী ফলবাগান। মাত্র একদশক আগেও যেসব জমিতে একটি মাত্র ফসল শুধু আমন ধান উৎপাদন হতে; এখন সেই জমিতেই যেন সোনা ফলছে। আম, আনারস, পেয়ারা, বড়ই, মাল্টা ও ড্রাগনসহ হরেক রকমের দেশি-বিদেশি ফল উৎপাদন হচ্ছে। এসব উৎপাদিত ফল আমদানিকৃত ফলের তুলনায় সাধে সুমিষ্ট হওয়ায় বাড়ছে চাহিদা।
সাথী বাগান নামে আম বাগানে চাষ হচ্ছে আনারস। পরীক্ষামুলকভাবে উন্নত জাতের ‘এমডি-২ আনারস চাষ করছেন কৃষক।
এখন তরুন উদ্যোক্তা মিশ্র ও সাথী ফলবাগান তৈরীতে আগ্রহী হচ্ছেন। বরেন্দ্র এলাকায় স্বল্প সেঁচ দিয়ে ফল ও ফসলের উন্নত জাত বাছাই করে চাষাবাদ জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন বিএমডিএ ও কৃষি বিভাগের কর্মকর্তারা। ৫ বছরে নওগাঁ জেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে মিশ্র ফল বাগান গড়ে উছেঠে।