কলকাতায় প্রতিবাদে নামলেন রবীন্দ্রনাথ!

- আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
হঠাৎই গোলাপ ফুল হাতে চাকরিহারাদের পাশে রবীন্দ্রনাথ। ছদ্মবেশে আন্দোলনকারীদের সমর্থনে পাশে এসে পৌঁছলেন বিকাশ ভবনের সামনে। চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন কংগ্রেসের আইএনটিইউসি সেবা দল। এদিন তারা মিছিল করে এসে বিকাশ ভবন এর সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে এসে হাজির হন। আইএনটিইউসি সেবা দলের এক কর্মী রবীন্দ্রনাথের ছদ্মবেশে গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়ায় পুলিশের সামনে। পুলিশ সদস্যদের ফুল দিতে গেলে তারা তা নিতে অস্বীকার করে।
চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে লাগাতার বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনের মাত্রা বাড়তে থাকে। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে জোর করে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যার পর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের মারে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। অভিযোগ, শিক্ষকদের লাথি, ঘুসি এমনকি জুতো দিয়েও মারা হয়। সকাল থেকে অবস্থানে বসা শিক্ষকদের হটাতে রাত আটটা নাগাদ সাইরেন বাজিয়ে অ্যাকশন শুরু করে পুলিশ।