প্রেমের গুঞ্জনের মধ্যে কার কাঁধে মাথা রাখলেন সামান্থা?

- আপডেট সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। এ প্রজন্মের দর্শকদের মাঝে এই অভিনেত্রীকে ঘিরে আলাদা একটা ক্রেইজ রয়েছে ।
তাঁর ক্যারিয়ারের যখন তুঙ্গে তখন অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা অনেকটা সময় জড়াননি কারো সঙ্গে।
সম্প্রতি প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। যত দিন যাচ্ছে, সেই গুঞ্জন আরো ডালপালা মেলছে। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন।
তবে রাজ বা সামান্থা কেউই নিজেদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। তবে সদ্য প্রকাশিত নতুন কিছু ছবিতে রাজ-সামান্থার প্রেমে যেন একপ্রকার সিলমোহর পড়ে গেল!
সামান্থা যে ছবিগুলি শেয়ার করেছিলেন, তার মধ্যে একটিতে অভিনেত্রী রাজ নিদিমোরু এবং শুভমের বাকি দলের সঙ্গে ছবির ব্যানারের সামনে পোজ দিচ্ছেন। কিন্তু অন্য ছবিতে সামান্থা রাজের কাঁধে মাথা রেখে খুনশুটি করে ফ্লাইটে সেলফি তুলছেন। এই ছবিগুলির জন্যই দুজনের প্রেমের গুঞ্জন আবার ছড়িয়ে পড়েছে। যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক সম্পর্কে কিছু নিশ্চিত করেননি।
তবে এই ছবিগুলি দেখে মনে হচ্ছে, তাঁদের ২জনের সম্পর্ক যথেষ্ট গভীর।
ছবিগুলি শেয়ার করার সময় সামান্থা ক্যাপশনে লিখেছেন, “শুভম দেখা, অনুভব করা এবং উদ্যাপন করার জন্য ধন্যবাদ! আমাদের প্রথম পদক্ষেপ – নতুন গল্পের জন্য সবসময় গুরুত্বপূর্ণ হল মন দিয়ে কাজ করা! শুভমের সঙ্গে, যাত্রা শুরু!”
এদিকে, সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন করছেন, অফিসিয়ালি কবে ঘোষণা হবে দুজনের সম্পর্কের। কারো কারো পরামর্শ, ‘দ্রুত বিয়েটা সেরে নিন।’ তবে এই জুটি নিজেদের মুখ বন্ধ রেখেছেন ভালোভাবেই। সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছেন বেশ জোড়ালোভাবেই। এখন সময়ই বলে দেবে, দুজনের সম্পর্কের বিষয়টি কতটা সত্য। নাকি শুধুই গুঞ্জন!