চৌদ্দ মাস পর খুলে দেয়া হলো কালুরঘাট সেতু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২০৬৮ বার পড়া হয়েছে
১৪ মাস বন্ধ থাকার পর সংস্কার শেষে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে ৯৩ বছরের পুরনো চট্টগ্রামের কালুরঘাট সেতু। এতে দক্ষিণ চট্টগ্রামের কয়েকলাখ মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করছেন তারা।
কর্ণফুলি নদীর ওপর স্থাপিত এই সেতু রেল ও সড়ক সেতু হিসেবে পরিচিত। ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের জন্য সেতুতে বড় ধরনের সংস্কার কাজের উদ্যোগ নেয় রেলওয়ের পূর্বাঞ্চল। কাজ শুরু হয় গত বছরের ১ আগস্ট। চলতি বছরের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থ ছাড়ে জটিলতা, বৃষ্টিসহ নানা প্রতিবন্ধকতায় সেতুর সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি। তবে এতদিন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল করলেও বন্ধ থাকে অন্যান্য যান চলাচল।অবশেষে কারিগরি সব দিক পরীক্ষা-নিরীক্ষা করে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।




















