ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় ৪৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
ভারতের কেরালায় কয়েকদিনের অতি বৃষ্টি থেকে ভূমিধসের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের। আহত হয়েছেন অনেকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাজ্যটির ওয়েনাদ জেলার মেপ্পাড়ি, মুন্ডাকাল টাউন এবং চূড়ালমালায় তিন দফা ভূমিধসের ঘটনা ঘটে।
ব্যাপক ভূমিধসে এলাকাগুলোতে আটকা পড়েছেন শতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এরইমধ্যে কেরালাজুড়ে জারি করা হয়েছে সবোর্চ্চ সতর্কতা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার সেতু ও রাস্তা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে, ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসাথে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপির সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।