ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল আক্রমণের হুমকি এরদোয়ানের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেন এরদোয়ান। এতে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরাইলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি। গাজায় যুদ্ধের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান …. ফিলিস্তিনের দমাতে ইসরাইল যাতে নতুন করে কোন আগ্রাসন চালাতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ সব দেশকে শক্তিশালী হওয়ার পরামর্শ দেন। এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এছাড়া জানান, লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের।

























