একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় দুই শিশুসহ একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন–কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত আক্তার, তাদের দুই কন্যা ফারিয়া আক্তার ও ফাহিমা আক্তার। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহ।