আজ ও আগামীকাল রাজধানী ঢাকাসহ সারাদেশে কারফিউ বলবৎ: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ ও আগামীকাল রাজধানী ঢাকাসহ সারাদেশে কারফিউ বলবৎ থাকবে। তবে এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল করা হয়েছে।
ধানমন্ডির বাসভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাশেষে মন্ত্রী আরো বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে ব্যাপক সহিংসতার পর গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ চলছে। তবে দিনের কিছু সময়ের জন্য শিথিল রাখা হচ্ছে কারফিউ। ধীরে ধীরে শিথিলতার সময় বাড়ানো হলেও কারফিউ পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার।