বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা

- আপডেট সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
মধ্যরাতের ডিবি পুলিশের অভিযানের পর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। সকালে দেখা যায়, ফাঁকা বিএনপি কার্যালয়ের দুই পাশে পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের সামনের অংশ নিরাপত্তামূলক হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিএনপি কার্যালয়ের এক কর্মী জানান, মধ্যরাত অফিস থেকে তাদেরকে বের করে দিয়ে পুলিশ বিএনপি অফিসের নিয়ন্ত্রণ নেয়, পরে সেখানে অভিযান চালায়। কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায়। অভিযান শেষে দেশি-বিদেশি অস্ত্র, ৫ শতাধিক লাঠিসোঁটা, কয়েক বোতল পেট্রল ও ককটেল উদ্ধারের দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনার পর রাতেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল ব্রিফিংয়ে পুলিশের অভিযানকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ‘নোংরা নাটক’ বলে আখ্যায়িত করেন।