বেনজীরের ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা ঘের থেকে মাছ ধরার সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মাছ চুরি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম শাহজাহান সিরাজ বলেন, গেল ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দেন। সে অনুযায়ী বেনজিরের মাচারতারা মৎস ঘেরটির রিসিভার মৎস্য অধিদপ্তর।