এবার চট্টগ্রামে হতে যাচ্ছে ‘চিটাগং ফ্যাশন ডে ২০২৪’
- আপডেট সময় : ১১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ২৫২০ বার পড়া হয়েছে
‘ঢাকা ফ্যাশন ডে’র সফলতার পর এবার এই জমজমাট তারকাদের আসরটি আয়োজিত হতে যাচ্ছে সমুদ্র শহর চট্টগ্রামে। আগামী ২৭ জুলাই চিটাগং ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘চিটাগং ফ্যাশন ডে ২০২৪’। যেখানে বাংলাদেশের স্বনামধন্য তারকা ও টপ মডেলদের সমন্বয়ে হবে আমাদের এই গ্র্যান্ড ইভেন্ট।
অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সব ফিল্ম, টিভি, সঙ্গীত, ফ্যাশন এবং ক্রিকেট তারকারা উপস্থিত থাকবেন। ফ্যাশন শো, গান এবং নাচের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্যদের এওয়ার্ড প্রদান করা হবে।
সম্ভাব্য তারকাদের মধ্যে অপু বিশ্বাস, পরীমনি, বিদ্যা সিনহা মীম, মেহজাবীন, তানজিন তিশা, জিয়াউল রোশান, ইমন, নিরব, তাসকিন, মিরাজসহ অনেকেই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দর্শকদের জন্য বেশ কিছু সারপ্রাইজও থাকবে!
‘চিটাগং ফ্যাশন ডে ২০২৪’ এর আয়োজক ডিজাইনার পিয়াল হোসেন। সহ আয়োজক হিসেবে সঙ্গে আছেন বিবি ফাতেমা মুক্তা, বারিশ হক, সৈকত জোয়ার্দার, সাকিব সনেট এবং মনজু আহমেদ।


























