শীতের সময় তীব্র শীত ও গরমের মধ্যে সর্বচ্চ তাপমাত্রায় নাকাল মেহেরপুরের মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৮৯১ বার পড়া হয়েছে
শীতের সময় তীব্র শীত ও গরমের মধ্যে সর্বচ্চ তাপমাত্রায় নাকাল মেহেরপুরের মানুষ। এরই মধ্যে সড়ক দূর্ঘটনারোধ ও সড়ক প্রশস্তকরণের নামে জেলার দুটি সড়কে কাটা হবে দেড় হাজার গাছ। যার মধ্যে রয়েছে শতবর্ষী কিছু গাছও।
পরিবেশবিদরা বলছেন, গাছ না লাগিয়ে এভাবে গাছ কাটা হলে বিরুপ প্রভাব পড়বে পরিবেশের উপর। আর বার বার সড়ক প্রস্তকরণের নামে গাছ কেটে গাছ না লাগানোয় তীব্র ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। গেল ১০ বছরে মেহেরপুরের বিভিন্ন সড়কে কাটা হয়েছে ১৪ হাজার গাছ। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। তীব্র খরতাপে পুড়ছে মেহেরপুর।জেলা পরিষদের কর্মকর্তা বলছেন, সড়ক বিভাগের একটি চিঠির প্রেক্ষিতে মেহেরপুর—চুয়াডাঙ্গা ও মেহেরপুর—মুজিবনগর সড়কের সার্ভেয়ার দিয়ে গাছের তালিকা তৈরির কাজ চলছে।