নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ৩৩৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের আরেক নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল দুপুরে শান্তিনগর আলীপাড়া এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু, হিরার সঙ্গে সুরুজ মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই জেরে এলাকার মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হিরাসহ ২০-২৫ জনের একটি দল হামলা করে সুরুজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আহতরা হল, সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ ও রাজু আহমেদ, অটোরিকশা চালক রাসেল ও শাকিল।















