ঢাকা ফ্যাশন ডে’তে ম্যাক্স বিউ’র পক্ষে র্যাম্প মাতালেন পরীমনি

- আপডেট সময় : ০৭:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ২২২৩ বার পড়া হয়েছে
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। গত ৭ জুন, শুক্রবার ঢাকার পাঁচ তারকা হোটেল লা’ মেরিডিয়ানে বসেছিল তারকা-সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের এক জমকালো মিলন মেলা। এবার অনুষ্ঠানের মূল স্পন্সর ছিল হারল্যান নিউইয়র্ক।
বিশ্বের বিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইক এর আদলে বাংলাদেশে এই ফ্যাশন ডে টানা তৃতীয়বারের মতন আয়োজিত হল। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও আরো আলো ছড়িয়েছেন বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা এবং মামনুন হাসান ইমনের মতন জনপ্রিয় তারকারা। এক মঞ্চে এতো তারকাদের এমন বর্ণাঢ্য উপস্থিতি সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি।
তারকাবহুল বর্ণিল এই আয়োজনে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির উপস্থিতি যোগ করেছে এক ভিন্ন মাত্রা। ম্যাক্স বিউ‘র ব্যতিক্রমী উপস্থাপনা মন কেড়েছে সবার। ম্যাক্স বিউ‘র ব্র্যান্ড থিমে ডিজাইন করা শাড়িটি পরে র্যাম্পে আসতেই দর্শকেরা তুমুল করতালিতে ফেটে পরে।
ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক ৫ টি নজরকাড়া শেইডে পাওয়া যাচ্ছে। এর বিল্ডেবল ফর্মুলা, লং লাস্টিং টেক্সচার এবং ময়েশ্চারাইজিং গুণাগুণ আপনাকে দিবে সাধ্যের মধ্যে সেরাটাই। ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক” এখন সকল বিভাগীয় শহর ছাড়াও পাওয়া যাচ্ছে ১০০ টির ও বেশি হারল্যান স্টোর আউটলেটে এবং হারল্যান অনলাইন স্টোর।