চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণ শুরু
- আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ১৮৮০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারেই কম।
সকাল ৮ টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট শুরু হওয়ার প্রথম দুই ঘন্টায় কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে লোহাগাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী। বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ করেছেন তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।






















