বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিরুদ্ধে ভাঙচুর, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে স্থানীয় বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় মোল্লার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কাজী আল মামুন বাবুল নামে এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে তার দোকানে হামলা করে ভাঙচুর করার পরও আসামিরা প্রভাবশালী হওয়ায় লিখিত অভিযোগ গ্রহণ করছে না মাগুরা সদর থানা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্থানীয় পুলিশ কর্মকর্তা।