নার্সকে গলা কেটে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৯৮৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে এক নার্সকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতরাতে পৌর শহরের এক ক্লিনিকে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনায় জড়িত স্বামী কবির হোসেনকে আটক করেছে পুলিশ। হাফিজা খাতুনের এক সহকর্মী জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজার সঙ্গে আলাপচারিতা শেষে তিনি তৃতীয় তলায় যান। কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় এসে হাফিজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাফিজাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।