গাজার খান ইউনিসের আল ফালাহ স্কুলে ইসরায়েল বাহিনীর বিমান হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১৮৪১ বার পড়া হয়েছে
দক্ষিণ গাজার খান ইউনিসের আল ফালাহ স্কুলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
হঠাৎ এই আক্রমণে ঘটনাস্থলেই ২০ জনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে আরও দশজন। প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিমান হামলার বিষয় সম্পর্কে কারই ধারণা ছিল না। হামলার পরের দিন এলাকাবাসী হামলার বিষয়ে অবগত হয়। বিমান হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে পড়ে আছে অনেক মানুষ। ফলে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















