গাজার এক হাসপাতালে ইসরায়েলে বিমান হামলায় নিহত ৫০০
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
 - / ১৮৫৫ বার পড়া হয়েছে
 
গাজার এক হাসপাতালে ইসরায়েলে বিমান হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বহুতল ভবন হাসপাতালে বিস্ফোরণের পর ভবনটি জ্বলছে। মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ধ্বংসস্তূপ থেকে আহতদের আর্তচিৎকার ভেসে আসছে।
ওই হাসপাতালে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিল। সেইসঙ্গে ইসরায়েলি হামলার কারণে ঘরছাড়া মানুষও সেখানে নিরাপদ ভেবে আশ্রয় নেয়। তারাও শিকার হন ইহুদীবাদীদের নির্মমতার।
এদিকে..হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ পরিচালনার জন্য গঠিত মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। হাসপাতালে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব নেতারা।
হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। মানবিক সংকট রুখতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইসরায়েল-গাজা ইস্যুতে ‘তাৎক্ষণিক আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলাকে জঘন্য সামরিক অপরাধ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার দিমিত্রি মেদভেদেভ।
ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গাজার হাসপাতালে চালানো ঘৃণ্য হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাকও দিয়েছে সংগঠনটি। হামাস প্রধান ইসমাইল হানিয়া এক ভিডিও বার্তায় আরব ও মুসলিম বিশ্বকে নিন্দা জানানোর আহ্বান জানান।
																			
																		















