একের পর এক রেকর্ড গড়ছে ‘জাওয়ান’
																
								
							
                                - আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৯১৫ বার পড়া হয়েছে
 
বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্ন অবশেষে পূরণ হলো। শাহরুখ অভিনীত “জাওয়ান” সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী পূরণ করে ১০০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘জাওয়ান’ মুক্তি পাওয়ার পর, এটি দর্শকদের কাছে প্রবল ঝড় তোলেছিলো। সেই ঝড় এখনো থামেনি। ভেঙে ফেলেছে পুরোনো সকল রেকর্ড। কয়েকদিন আগে রেকর্ড-ব্রেকিং ম্যাচে শাহরুখ তার অতীতের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। আবারও রাজকীয় স্টাইল রেকর্ড ভাঙলেন কিং খান শাহরুখ। এক সিনেমায় একের পর এক রেকর্ড।
বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সিনেমা ‘জাওয়ান’-এর বক্স অফিস কালেকশন ১০০০ কোটি ছাড়িয়েছে। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৮ দিনেই কোটি টাকা আয় করে ‘পাঠান’ সিনেমার আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছে ‘জওয়ান’।
‘পাঠান’ সিনেমাকে হারিয়ে এখন শীর্ষের তালিকায় ‘জাওয়ান’।
‘পাঠান’ মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ মাত্র ১৮ দিনেই। ১৮ দিন শেষে ‘জাওয়ান’এর কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে ‘জওয়ান’।
শাহরুখ খান এখন বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যিনি মাত্র নয় মাসে ২০০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন
(ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, YouTube, Threads এবং Instagram পেজ)
																			
																		















