বগুড়ায় এক মণ ধানের দামেও মিলছে না ১ কেজি ওজনের ইলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ২০২৭ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। সরবরাহ বাড়লেও ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। এক মন ধানের দামেও মিলছে না এক কেজি ওজনের ইলিশ।
নেই ফিড,মেডিসিন কিংবা চাষাবাদ খরচ। সরকারি নানা উদ্যোগে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে কয়েকগুণ। জাল টানলেই জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ব্যাপক সরবরাহ বাজারে, তারপরও কমছে না দাম।
১ কেজির ইলিশ ১৩ থেকে ১৪শ’ টাকা, আর দেড় কেজি ওজনের ইলিশের দাম ১৬শ’ টাকারও বেশি। ভরা মৌসুমে ইলিশের এই চড়া দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাজার তদারকি করে দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে জানালেন জেলা বিপনন কর্মকর্তা। সরকারিভাবে ইলিশের দাম নির্ধারণসহ সাধারণ মানুষ যেন ইলিশ কিনতে পারে সেই উদ্যোগ দেখতে চান সাধারণ ক্রেতারা।























