ইমরান খানকে তিন বছর কারাদণ্ডাদেশ

- আপডেট সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ২০১৮ বার পড়া হয়েছে
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের পরপরই লাহোরের বাসা থেকে ইমরানকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইমরান খান।
তাকে এক লাখ রুপি জরিমানাও করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার। গ্রেপ্তারের পর কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে। আদেশ কার্যকরে আদালতের অনুলিপি ইসলামাবাদ পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৫ বছর রাজনীতি করতে পারবেন না তিনি। চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে মামলায় ইমরান খান অভিযুক্ত হন।
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিও বার্তায় ইমরান খান বলেন, এ বার্তা যতক্ষণে সবার কাছে পৌঁছাবে ততোক্ষণে গ্রেফতার হয়ে জেলে থাকবেন তিনি। জনগণের প্রতি আহ্বান জানিয়ে পিটিআই নেতা বলেন, নিজের জন্য কিছু করছে না তিনি, তার সব কর্মকাণ্ড দেশের জনগণকে সুরক্ষা দিতেই। ঘরে বসে না থেকে প্রতিবাদের আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, নইলে ভবিষ্যতে গোলামের মতো জীবন-যাপন করতে হবে।