টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

- আপডেট সময় : ১০:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
সিলেটে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় ৯ রানে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। আবারও তাসকিনের শিকার হযরতুল্লাহ জাযাই। ১৬ রানে মোহাম্মদ নবীকে আউট করেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ২২ রানে ইব্রাহিম জাদরানকে ফেরান সাকিব আল হাসান। নাজিবুল্লাহ জাদরানও পরাস্ত হন সাকিবের বলে। পরে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট নেন তাসকিন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন হয় ১১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও আফিফ হোসেন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। স্কোর বোর্ডে ৯ রান যোগ করতে দুই উইকেট হারায় টাইগাররা। দলীয় ১০৭ আজমতুল্লাহর শিকার তৌহিদ হৃদয়। পরে সাকিবের ১৮ রানে ৪ উইকেট হারিয়ে সহজ জয় পায় বাংলাদেশ।