যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের পতনে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস

- আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংকের আকস্মিক পতনে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস নেমেছে। এদিকে, এসভিবি যুক্তরাজ্য শাখা মাত্র ১ পাউন্ডে কিনে নিয়েছে এইচএসবিসি ব্যাংক।
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটির নেতিবাচক প্রভাব কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবু বিনিয়োগকারীদের উদ্বেগ কমছে না। এতে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক কমেছে ৬৮ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ। এসপিএক্স সূচক নিম্নমুখী হয়েছে ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের পুঁজিবাজারেও মন্দার সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলের ব্যাংক সূচক কমেছে ৬ শতাংশেরও বেশি। এইচএসবিসি লন্ডনের শেয়ার পতন হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ। এশিয়ার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। সেনসেক্স সূচক পড়েছে ৯০০ পয়েন্টের বেশি। একই দশা নিফটির। যার সূচক কমেছে ২৫৮ পয়েন্ট। এসভিবি যুক্তরাজ্যে শাখা বিক্রিতে ব্যাংক অব ইংল্যান্ড এবং অর্থমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চুক্তিটি করা হয়।