২৪ মার্চ শেষ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
২৪ মার্চ শেষ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ, আবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে খালেদা জিয়ার পরিবার থেকে এখনো কেউ আবেদন করেনি বলে জানান তিনি।
সকালে রাজধানীর বিচার প্রসাশন ইনস্টিটিউটে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সারাদেশে ৯১ হাজার মামলার জট নিরসনে সলট্র্যাক সিস্টেম গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। এর আগে বক্তব্যে তিনি বলেন, বিবাহ নিবন্ধনসহ নাগরিকগণ আইনি সব সহায়তা অনলাইনেই পাবে। হালনাগাদ মামলার তথ্য সংগ্রহে আলাতের সাথে জনগণের আস্থ্যা ও বিশ্বাস বাড়বে বলেও জানান আইনমন্ত্রী।