আসছে রনি রেজার কথা ও সুরে ‘তোর হাতেই মরতে চাই’

- আপডেট সময় : ০৮:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
আসছে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে কথাশিল্পী ও গীতিকার রনি রেজার কথা ও সুরে নতুন গান ‘তোর হাতেই মরতে চাই’ শিরোনামের নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের তরুন কণ্ঠশিল্পী এসএম রুবেল। ইতোমধ্যে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং, কম্পোজিশন ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে।
নতুন গান প্রসঙ্গে কথাশিল্পী ও গীতিকার রনি রেজা বলেন, ‘ভালবাসা দিবস উপলক্ষে গানটি লিখেছি। একটি পিওর রোমান্টিক গান। আশা করছি গানটি সবার মনে ধরবে।’
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী এসএম রুবেল বলেন, ‘রনি রেজার লেখা আমার ভালো লাগে। তার লেখা গান অনেক বড় বড় শিল্পী কণ্ঠে তুলেছেন। আমার একটা তীব্র আকাঙক্ষা ছিল। এবার সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। ‘তোর হাতেই মরতে চাই’ শিরোনামের গানটি অনেক গভীর বোধের কথায় সাজানো। আশা করছি শ্রোতারা খুব উপভোগ করবেন।’
উল্লেখ্য, রনি রেজার লেখা গল্পের বই ‘খালুইভর্তি হাহাকার’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রাকশনীর স্টলে। এছাড়াও তিনি একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।