কর্মবিরতির পর কাজে ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
টানা সাত দিন আদালত বর্জনের পর, কাজে ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এতে করে স্বস্তি ফিরেছে বিচারপ্রার্থীদের মধ্যে। কর্মচঞ্চল হয়ে উঠেছে আদালতপাড়া।
আইনজীবীদের কাজে ফেরাকে স্বাগত জানিয়েছে আদালতের কর্মকর্তা-কর্মচারিরা। তবে, দাবি আদায় না হওয়ায় জেলা দায়রা জজ শারমিন সুলতানা নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালতে মামলার শুনানিতে যাবেন না আইনজীবীরা। আইনজীবীদের কর্মবিরতিতে নতুন বছরের শুরুতেই স্থবির হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়া। বিচারক-আইনজীবী দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয় গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। সবশেষ আইনমন্ত্রীর হস্তক্ষেপে কাজে ফিরেছে আইনজীবীরা। সকাল থেকেই আদালত পাড়া কর্মচঞ্চল হওয়ায় খুশি সংশ্লিষ্টরা।