বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল
- আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ২১০৪ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। দুই দিন আগেই থেকেই লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান প্রায় পূর্ণ। মুসল্লিরা মাঠে ঢুকে নিজ নিজ জেলার ‘খিত্তা’য় অবস্থান নিতে শুরু করেছেন। ।
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার থেকে প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। চার দিন বিরতি দিয়ে ২০, ২১ ও ২২ জানুয়ারি হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন আলেম-ওলামা গ্রুপের যোবায়েরপন্থী অনুসারীরা। দ্বিতীয় পর্বের নেতৃত্বে রয়েছেন আদি তাবলিগ জামাতের নয়া দিল্লির মুরুব্বি মাওলানা সাদপন্থী গ্রুপের মুসল্লিরা। ইজতেমা ময়দান এলাকা ঘুরে দেখা গেছে, বাস, ট্রাক, ট্রেন পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন। মুসল্লিদের জমিয়ে রাখতে বাদ ফজর থেকে শুরু হয় আম বয়ান। ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে তুরাগ নদীর তীরে প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে।















