ইউক্রেনের শহর ক্রামাতোরস্কে ভয়াবহ হামলা

- আপডেট সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে ভয়াবহ হামলা চালিয়ে একদিনে দেশটির ছ’শ সেনা সদস্যকে হত্যার দাবি জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। তবে, বিষয়টি মস্কোর প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
এদিকে, হামলার কথা স্বীকার করলেও ক্রামাতোরস্ক শহরের মেয়রের দাবি, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেসবুকে তিনি জানান, শহরের একাধিক ভবনে হামলা চালায় রাশিয়া। তবে, সেখানে কেউই ছিল না। এ নিয়ে ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র জানান, এটি রাশিয়ার প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলাকে বলা হচ্ছে একটি ‘প্রতিশোধমূলক অভিযান’। মূলত, চলতি বছরের শুরুর দিকে দোনেৎস্কে রুশ বাহিনীর দখলকৃত মাকিভকায় একটি ব্যারাকে ইউক্রেনের ভয়াবহ হামলায় প্রাণ হারান অন্তত ৮৯ জন রুশ সেনা সদস্য। এরই প্রতিশোধ নিতে ইউক্রেনের দুটি অস্থায়ী ব্যারাকে হামলা চালানো হয়েছে।