তারা আমাকে আবার গুলি করার অপেক্ষায় আছে : ইমরান খান

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ‘৩ অপরাধী’ যাদের বিরুদ্ধে তিনি ওয়াজিরাবাদে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন, তারা আবার তাকে গুলি করার অপেক্ষায় আছে।
আজ শনিবার রেহমানাবাদে দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ অভিযোগ করেন ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
ইমরান খান বলেন, লাহোর থেকে বের হওয়ার সময় সবাই আমাকে নিষেধ করেছিল। কারণ, আমার পায়ে আঘাতের ব্যথা ও আমার জীবন হুমকির মুখে আছে।
তিনি আরও বলেন, আমি মৃত্যুর খুব কাছে ছিলাম এবং হামলার সময় আমার মাথার ওপর দিয়ে গুলি উড়ে গেছে। যখন আমি পড়ে যাই, আমি জানতাম আল্লাহ আমাকে রক্ষা করবেন।
পিটিআই প্রধান বলেন, তার পা সুস্থ হতে আরও ৩ মাস সময় লাগবে।