খালেদা জিয়াকে মানবিক দৃষ্টিকোণ থেকে সাজামুক্ত রাখা হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে মানবিক দৃষ্টিকোণ থেকে সাজামুক্ত রাখা হয়েছে। কিন্তু, জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগ নেতাদের জেল কোড না মেনে নির্যাতন করা হয়েছে। উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ সাবেক সাত এমপির মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি।
বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০তম অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় স্পিকার বলেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীরভাবে শোকাহত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান, গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার-সহ বিশিষ্টজনদের মৃত্যুতে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় সংসদ সদস্যরা। এসময় তাদের রুহের মাগফিরাত কামনা করে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। সংসদ নেত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের সময়ে সাজেদা চৌধুরীও নির্যাতনের শিকার হয়েছেন।