শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সরকারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
রাজধানীর সিদ্বেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট রয়েছে ।সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম মূলনীতি হিসেবে যুক্ত করা হয়েছে। তবুও একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক হানাহানি উসকে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় অভিযোগ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকা হবে। এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি।