বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

- আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসে বসে যারা দেশের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও তাগিদ দেন তিনি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়াশিংটনে হোটেল রিচ কার্টনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় তাদের স্লোগান আর তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে হোটেল প্রাঙ্গণ।
প্রবাসীদের উদ্দেশে দেয়া ভাষণে, প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশে নয়, দেশের বাইরেও চলছে দেশবিরোধী ষড়যন্ত্র; আর তা প্রতিহত করতে সচেতন থাকতে হবে প্রবাসীদের।
শেখ হাসিনা বলেন, কিছু লোক বিদেশে বসে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে যা খুশি বলছে। তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে, শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, এই সেতু নির্মাণের ফলে দেশের অভ্যন্তরে এবং আঞ্চলিক যোগাযোগ বাড়বে, গতিশীল হবে অর্থনীতি। অথচ এই সেতু নির্মাণের বিরুদ্ধে দেশের অনেক বিখ্যাত ব্যক্তি গভীর ষড়যন্ত্র করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।