কিশোরগঞ্জের কটিয়াদিতে বরাবরের মতো এবারও বসেছে ঢাক-ঢোলের হাট

- আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৭০৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদিতে বসেছে ঢাক-ঢোলের হাট। পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের ভাড়া করে নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন পূজারীরা। তিন দিনের হাটের শেষ দিন আজ।
ঢাক-ঢোল কাশি-সানাই আর বাঁশির আওয়াজে মুখর কটিয়াদি পুরাতন বাজার…। যন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পূজারীদের মন জয়ের প্রতিযোগিতায় ব্যস্ত। এর মাঝেই চলছে দর-দাম। বায়না ঠিক হলেই বাদ্যসহ যন্ত্রীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পূজারীরা। মহাষষ্টী থেকে প্রতিমা বিসর্জ্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা।
দলপ্রতি ১৫ থেকে ২০ হাজার এবং পুরো যন্ত্রীদল নিতে গুণতে হয় লাখ টাকা পর্যন্ত।
দূর-দূরান্ত থেকে আসা যে যন্ত্র বাদকরা ভাড়ায় যেতে পারেন না, তাদের পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
জনশ্রুতি রয়েছে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই থেকে ঐতিহ্যবাহী এই হাট বসে।