ভুমিদস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চট্টগ্রামের ডিসির বিরুদ্ধে অপপ্রচার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে আর ভুমিদস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করেছে মুক্তিযোদ্ধ সংসদের চট্টগ্রাম ইউনিট।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা। তারা বলেন, জঙ্গল ছলিমপুরের ৩ হাজার একশো একর পাহাড়ি জমি দখলমুক্ত করা ও পরীর পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সক্রিয় ভুমিকা রাখায় একটি প্রভাবশালী ভুমিদস্যু মহলের বিরাগভাজন হন চট্টগ্রামের ডিসি। এরই জের ধরে জেলা পরিষদ নির্বাচনকে ইস্যু করে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। এসব অপপ্রচার বন্ধ না করলে আন্দোলনে নামারও ঘোষণা দেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিটের নেতারা।