হরিজন জনগোষ্ঠীর মানবতার পাঁচ দফা দাবীতে দেশব্যাপী মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
হরিজন জনগোষ্ঠীর মানবতার পাঁচ দফা দাবীতে দেশব্যাপী মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজেন ঐক্য
পরিষদ।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর, জীবন-জীবিকা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় স্থায়ী আবাসন ও আউটসোর্সিং বাতিলের দাবীতে সারাদেশে মানববন্ধনের আয়োজন করা হয়। দেশে বর্তমানে প্রায় ১৫ লক্ষ হরিজন জনগোষ্ঠীর বসবাস। বক্তাই জানান, বিশ্ববিদ্যালয়ে সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় হরিজন জনগোষ্ঠীর সন্তানদের। যা একটি স্বাধীন দেশে কোনভাবেই কাম্য নয়। রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকদের সম অধিকার প্রতিষ্ঠার এখনই সময় বলে জানান তারা।




















