মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে বিকাশের কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে জেলার বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যদের নিয়ে শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা আয়োজন করা হয় ।এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স একেএম মনিরুল করিম ও সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। এছাড়া কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধসমূহ, অপরাধী চিহ্নিত করতে প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।এই কর্মশালায় জেলার প্রায় ৩৫০ জন এজেন্ট অংশগ্রহণ করেন।
















