রংপুরে অগ্রনী ব্যাংকের ভেতর থেকে সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অগ্রনী ব্যাংকের ভেতর থেকে সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নওগাঁর মান্দায় নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
জানা যায়, সিকিউরিটি গার্ড শামীম ১৭ মাস যাবত ওই ব্যাংকে চাকরি করছে। সকালে শাখার লোকজন ব্যাংকে এসে দেখতে পান শামীম শুয়ে আছে। ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায় কাছে গিয়ে মৃত দেখা যায় তাকে। পরে পুলিশে খবর দেয়া হয়। মৃত শামীমের ভাই শরিফুল জানায়, শামীম গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেনি।
নওগাঁর ঘটনায় পুলিশ জানায়, স্থানীয়রা সকালে নদীতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।




















