মাদক মামলায় কুষ্টিয়ায় ছয় আসামির যাবজ্জীবন

- আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামীর উপস্থিতিতে রায় প্রদানের পর বাকি তিন আসামীকে দ্রুত গ্রেপ্তারের আদেশ দেন পুলিশকে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযানে গেলে আসামিরা পালিয়ে যায়। এ সময় পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাজা উদ্ধার করে গোয়েন্দারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা করা হয়।
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ আদেশ দেন। দীর্ঘ ২৪ বছর পরে আসামীর ফাঁসির আদেশ হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু নূর ইসলাম হত্যা মামলায় কথিত নারী কবিরাজ আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।