পাঁচ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি : পরিকল্পনামন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে আগারগাঁওয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণের সুদহার হবে শূন্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সাথে ঋণ সহায়তা নিয়ে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান।
বৈঠকশেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনীতি পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেয়া হবে।সিংক: এডিমন
এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও ঋণের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, জলবায়ু মোকাবিলাসহ সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনেও পাশে থাকবে এডিবি।