নওগাঁ সদর হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা নবজাতকের বাবার পরিচয় মেলেনি

- আপডেট সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নওগাঁ সদর হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা নবজাতক উদ্ধারের ৩ দিন পরও বাবার পরিচয় মেলেনি। ঘটনাটি জানাজানির পর ভাড়া বাসা থেকে বের করে দেয়া হয়েছে নজবাতকের মা ও নানীকে।
গেলো ১৪ আগষ্ট নওগাঁ সদর হাসপাতালের সিঁড়ি থেকে উদ্ধার হয় এই নবজাতক। ৩ দিন পর খোঁজ মেলে গুরুতর অসুস্থ্য মা সুমির। এরপর হাসপাতালেই শুরু হয় মা ও শিশুর চিকিৎসা।
সুমি জানান, প্রায় ২ বছর আগে মিন্টু নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক হয় তার। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায় সে। পেটে সন্তান আসার পর থেকেই ফাটল ধরে তাদের ভালোবাসায়। অনেক চাপেও সম্পর্ক মেনে নেয়নি মিন্টু।
সুমির মা আনোয়ারা কাজ করেন অন্যের বাসায়। হঠাৎ মেয়ের এমন অবস্থায় দুর্বিষহ জীবন কাটছে তার। ঘটনা জানাজানি হবার পর ভাড়া বাসা থেকে বের করে দেয়া হয় তাদের।
অভিযুক্ত পান বিক্রেতা মিন্টু, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মোবাইল ফোনে জানান, তাদের মাঝে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে।
আইনজীবীরা বলছেন, আইনের আশ্রয় নিতে পারেন সুমির পরিবার। অন্যদিকে শিশুটির পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়।
শিশুটিকে জান্নাতুল ফেরদৌস নামে ডাকছে স্বজনরা।